Free Remedies

Paush Amavasya 2022 Importance পৌষ অমাবস্যায় কি করবেন

Paush Amavasya 2022 Importance পৌষ অমাবস্যা 2022 ডিসেম্বর মাস বিশেষ তিথিতে পিতৃপুরুষদের আশীর্বাদ লাভ করুন। অশুভ গ্রহদোষ ও কালসর্প দোষ থেকে মুক্তি পেতে কি কি করবেন জেনে নিন

পৌষ অমাবস্যা 2022 ডিসেম্বর মাস (Paush Amavasya 2022 Importance ) 2022 সাল ডিসেম্বর মাস বছরের শেষ অমাবস্যা। অনেকটাই গুরুত্বপূর্ণ। এক দিকে 2022 সাল শেষ। আর ওপর দিকে নতুন বছর 2023 সাল। ডিসেম্বর মাসের অমাবস্যা পৌষ অমাবস্যা নামে বিশেষ খ্যাত। এবং অন্যান্য অমাবস্যা তিথি গুলোর মতো 2022 সালের ডিসেম্বর মাসের অমাবস্যা বিশেষ গুরুত্বপূর্ণ। ওই প্রবন্ধে জানুন। 2022 সালের অমাবস্যার তিথি ও সময় এবং কি করবেন আর কি করবেন না ইত্যাদি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য। আর সাথে অবশ্যই আপনার জন্ম রাশি অনুযায়ী বিশেষ টিপস্।

Paush Amavasya 2022 Importance পৌষ অমাবস্যায় কি করবেন

আমরা চলে এসেছি বছরের একদম শেষে। দেখতে দেখতে 2022 সাল কে পেছনে রেখে এগিয়ে যাবো নতুন বছর 2023 সালে। নতুন বছর মানে নতুন পরিকল্পনা। নতুন বছর মানে সব কিছু নতুন করে শুরু করা। বিগত বছরের অসম্পূর্ণ ইচ্ছা আকাঙ্খা গুলো কে সাথে নিয়ে আবার নতুন করে শুরু করা। পৌষ অমাবস্যা 2022 কবে ?

Paush Amavasya December 2022 Importance

2022 সালের ডিসেম্বর মাস পৌষ অমাবস্যার তিথি ও সময়

পৌষ অমাবস্যার তিথি ও সময়

পৌষ অমাবস্যা 2022 কবে

বৃহস্পতিবার 22 তারিখ সন্ধ্যা 7.13 মিনিটে অমাবস্যা তিথি শুরু এবং পরের দিন শুক্রবার 23 তারিখ দুপুর 3.46 মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে।

Paush Amavasya 2022 Importance পৌষ অমাবস্যায় কি করবেন

 

Paush Amavasya 2022 December Importance

পৌষ অমাবস্যার গুরুত্ব 

ডিসেম্বর মাসের অমাবস্যাপৌষ মাসের অমাবস্যা কে অত্যন্ত পুণ্যময় ও ফলদায়ক রূপে হিন্দু সনাতন ধর্মে ব্যাখা করা হয়েছে। ধর্মীয় এবং আধ্যাত্মিক কাজকর্মের জন্য অন্যতম। বিশেষ করে পিতৃপুরুষদের আত্মার শান্তির জন্য অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। এই পৌষ অমাবস্যায় সর্বার্থ সিদ্ধি যোগ তৈরী হয়। শাস্ত্রীয় মতে স্নান ও দানের বিশেষ গুরুত্ব রয়েছে। এই তিথি তে বিশেষ দান অবশ্যই পূন্য প্রাপ্তি ঘটায়। এই অমাবস্যায় পিতৃদোষ ও কালসর্প দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য খুবই উল্লেখযোগ্য তিথি। এছাড়া বিভিন্ন অশুভ গ্রহ দোষের প্রতিকারও অনেক গুরুত্বপূর্ণ।

পিতৃপুরুষদের আত্মার শান্তির স্নান, দান,তপর্ণ ইত্যাদি অনুষ্ঠিত করা হয়ে থাকে।

অনেকে পৌষ মাস কে ছোট পিতৃপক্ষ বলে থাকেন

রাশিফল পড়ুন 

অমাবস্যায় সর্বার্থ সিদ্ধি যোগ কখন শুরু

শুক্রবার 23 তারিখ সকাল 5টা 24 মিনিট থেকে সকাল 6টা 18 মিনিট পর্যন্ত। এই সময় স্নান ও দান করার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। যদি কোনো ব্যক্তি এই সময় স্নান ও দান না করতে পারেন তাহলে অভিজিৎ মুহুর্ত শুক্রবার 23 তারিখ দুপুর 12টা 5 মিনিট থেকে 12টা 47 মিনিট পর্যন্ত। এই অভিজিৎ মুহুর্তে স্নান ও দান করতে পারেন।

Paush Amavasya 2022 Importance পৌষ অমাবস্যায় কি করবেন

পৌষ অমাবস্যায় পিতৃদোষ থেকে মুক্তির উপায় 

জেনে নিন পিতৃপুরুষদের আশীর্বাদ লাভের জন্য কি করা উচিত

 

  • অমাবস্যার দিনপিতৃপুরুষদের স্মরণ করে অশ্বত্থ গাছে গঙ্গাজল, কালো তিল, চাল, চিনি, জল ও ফুল অর্পণ করা উচিত। এ সময় ‘ওঁ পিতৃভ্য নমঃ’ মন্ত্র জপ করা উচিত। এর ফলে পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ সম্ভব।
  • পিঁপড়েকে চিনি মেশানো আটা খাওয়ান। এমন করেল পাপমুক্তি হয়।
  • অমাবস্যার দিন সকালে স্নানের পর আটার গুলি তৈরি করে পুকুর বা নদীতে মাছকে খাওয়ান। এর ফলে সমস্যা থেকে নিস্তার পাওয়া যায়।
  • কালসর্প দোষ থাকলে রুপোর সাপের পুজো করে নদীতে প্রবাহিত করুন।
  • পিতৃপুরুষদের আশীর্বাদ লাভের জন্য অবশ্যই অসহায় ব্যক্তিদের আপনার সামর্থ্য অনুযায়ী আহার করান।
  • পৌষ অমাবস্যার দিন, গরু, কুকুর, কাককে খাবার খাওয়ান। অমাবস্যার দিন কালো কুকুরকে তেলে তৈরি রুটি খাওয়ালে শত্রু ভয় দূর হয়।
  • অমাবস্যার দিনে সন্ধে নাগাদ বাড়ির ঈশাণ কোণে ঘিয়ের প্রদীপ জ্বালানো উচিত। এমন করলে সমস্ত সুখ লাভ সম্ভব হয়। যাদের বাড়িতে তুলসী মন্ডপ আছে তারা এদিন অবশ্যই তুলসী গাছের পরিক্রমা করবেন।
  • বট গাছের নীচে আপনার পূর্বপুরুষদের নামে একটি ঘি প্রদীপ জ্বালান।

 

স্নানের পর পূর্বপুরুষদের স্মরণ করে তাঁদের উদ্দেশে প্রার্থনা জানাতে ভুলবেন না। এবং এই দিনে আপনার পূর্বপুরুষদের জন্য প্রিয় খাবার তৈরি করুন। প্রথম অংশটি গরুকে, দ্বিতীয়টি কুকুরকে এবং তৃতীয়টি কাককে অর্পণ করুন।

 

আর সব থেকে গুরুত্বপূর্ণ কাজটি হল –  অমাবস্যায় সব থেকে গুরুত্বপূর্ণ কাজ স্নানের পরে সূর্যদেবকে তামার পাত্রে অর্ঘ্য প্রদান করুন। আশা করি আপনি সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করার সঠিক নিয়ম জানেন। আমি আমার ক্লাইন্টদের এই সঠিক নিয়ম সম্বন্ধে অবগত করেছি। যারা এই নিয়ম জানেন না তারা আমার Whatsapp Number 7044452555  এই যোগাযোগ করতে পারেন। 

 

পৌষ অমাবস্যার দিনে এই কাজগুলি ভুল করেও করবেন না

  • অমাবস্যার রাতে কোনও নির্জন স্থানে একদমই যাবেন না।
  • এই দিনে কাউকে অপমান করা উচিত নয়।
  • এই দিন নিজের রাগ, অহঙ্কারকে দমন বা বর্জন করুন।
  • এই দিন কোনো নেশা জাতীয় বা মাদক দ্রব্য গ্রহণ করবেন না।

 

Galaxy Astrology এর পক্ষ থেকে আপনাকে এবং আপনার পরিবারকে ইংরাজী নতুন বছর 2023 সালের শুভ কামনা জানাাই। ঈশ্বরের আর্শীবাদ আপনার ও আপনার পরিবারের ওপর বর্ষিত হোক। এই কামনা রইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *